ঢাকা: পাকিস্তান এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল।
গ্র্যাগ চ্যাপেল বলেন, আমি মনে করি- এবারের বিশ্বকাপে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে। এই দলগুলোই বিশ্বসেরা।
পাকিস্তান আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ১০ অক্টোবর শ্রীলংকার মুখোমুখি হবে একই ভেন্যুতে। ১৪ অক্টোবর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।
২০ অক্টোবর ব্যাঙ্গালুরোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২৩ অক্টোবর চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাইতে, ৩১ অক্টোবর কলকাতায় বাংলাদেশের মুখোমুখি হবে।
৪ নভেম্বর ব্যাঙ্গালুরোতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতা স্টেডিয়ামে খেলবে।
এআর