ঢাকা: অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার।
দুজনই চোটের কারণে দলের বাইরে ছিলেন। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা।
আজ দিল্লিতে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনার পর দল ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
এই দুই দলের মধ্যে লড়াই হবে ২ সেপ্টেম্বর। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। রিজার্ভ হিসেবে স্কোয়াডের সাথে থাকবেন ব্যাটার সাঞ্জু স্যামসন।
এশিয়া কাপের ভারত দল:
স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।
বিকল্প খেলোয়াড়: সঞ্জু স্যামসন
এআর