• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করে দোয়া চাইলেন সাকিব


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০২৩, ০৪:৩৬ পিএম
দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করে দোয়া চাইলেন সাকিব

ঢাকা: দুবাইয়ে আবারো সোনার দোকান উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শেষ করে সরাসরি চলে যান দুবাইয়ে।  

সেখানে গোল্ড সুকে গিয়ে উদ্বোধন করেন এনআরআই জুয়েলারি। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম-এনআরআই।

গত মার্চে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। 

তার প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাকে নিয়েও। তবে সাকিবের এবারের দুবাই-যাত্রায় পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাদের একনজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিলেন গোল্ড সুকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমানে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।

আমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তারা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব, আপনারও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

আজ দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। 

এআর

Wordbridge School
Link copied!