• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিরবেই ঢাকায় ফিরলেন সাকিব


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০২৩, ০৯:৩৮ এএম
নিরবেই ঢাকায় ফিরলেন সাকিব

ঢাকা: দুবাইয়ে আবারো সোনার দোকান উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শেষ করে সরাসরি চলে যান দুবাইয়ে।   

মোহাম্মদ আশরাফুলকে নিয়ে দুবাইতে একটি সোনার দোকানের উদ্বোধন করেন। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে সোমবার বিকেলেই চুপিসারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে বাসায় চলে গেছেন সাকিব। মিডিয়ার মুখোমুখি হননি। প্রচারমাধ্যমের সঙ্গে কোনো কথা বলার সুযোগও দেননি। সবার অগোচরে বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে একটানা চারদিন (মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল) ক্লোজডোরে এগিয়ে চলা টিম বাংলাদেশের প্র্যাকটিস দুদিন বিরতি ছিল। শুক্র ও শনিবার ছুটির পর ২০ আগস্ট থেকে আবার টানা তিনদিন অনুশীলন শুরু হয়েছে, যার দ্বিতীয় দিন ছিল আজ।

সোমবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। কাল মঙ্গলবারও চলবে অনুশীলন। আগামী পরশু ২৩ আগস্ট প্র্যাকটিস বিরতি।

সাকিব কি কাল ২২ আগস্টই অনুশীলনে যোগ দেবেন? নাকি দুদিন বিশ্রাম নিয়ে ২৪ ও ২৫ প্র্যাকটিস করে জাতীয় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে কলম্বো যাবেন, সেটাই দেখার বিষয়।

এআর 

Wordbridge School
Link copied!