• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মেসিকে ছাড়াই ৩ ম্যাচ খেলতে হবে মায়ামিকে


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৭, ২০২৩, ০৩:৪৩ পিএম
মেসিকে ছাড়াই ৩ ম্যাচ খেলতে হবে মায়ামিকে

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ঝলক দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। ক্লাবকে করেছেন লিগস কাপের চ্যাম্পিয়ন। মায়ামি ইউএস ওপেন কাপের ফাইনালেও উঠেছে মেসির জোড়া অ্যাসিস্টে। মেজর লিগ সকারে অভিষেক ম্যাচেই গোল করে মেসি জিতিয়েছেন দলকে। দলের হয়ে টানা খেলছেন, এবার ৩ ম্যাচের জন্য তাকে পাবে না মায়ামি।

মূলত, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে যাবেন, তাই মায়ামি থেকে ছুটি পাচ্ছেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ বুয়েন্স আইরেজে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। এর আশেপাশের সময়ে ন্যাশভিল (৩১ আগস্ট) ও লস অ্যাঞ্জেলসের (৪ সেপ্টেম্বর) বিপক্ষে মায়ামির খেলা রয়েছে। তাই সেই সময়ে মেসির থাকার সম্ভাবনা কম।

মেসিকে কমপক্ষে ৩ ম্যাচে না পাওয়ার কথা জানিয়ে মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো বলেন, ‘এই জয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এভাবে (রোটেশন পদ্ধতিতে) অভ্যস্ত হতে হবে। কারণ, লিও (মেসি) তার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। এই বছর সে অন্তত তিন ম্যাচে খেলতে পারবে না, পরবর্তী বছরেও এমনও হবে। আমাদের বুঝতে হবে যে তিনি তখন আমাদের সঙ্গে থাকবেন না তখনও ফলাফল নিজেদের পক্ষে আনতে হবে।’

মেজর লিগ সকারে (এমএলএস) আজ বাংলাদেশ সময় রোববার ভোরে অভিষেকে হয় মেসির। টানা খেলার ক্লান্তি কাটাতেই এই ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। বিরতির পরপরই ৬০ মিনিটের মাথায় মেসিকে নামান মার্টিনো। মেসি নামতেই বদলে যায় মায়ামির খেলার ধরণ। বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের ছোঁয়া পেয়ে চাঙ্গা হয়ে ওঠেন দলের বাকি ১০ জন। আর তাতেই ম্যাচের ৮৯ মিনিটের মাথায় গোলের দেখা পান মেসি।

এ নিয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অন্যদিকে টেবিলের তলানিতে থাকে মায়ামিও টেবিলে একধাপ উপরে উঠে এসেছে। এ জয়ে ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।

এমএস

Wordbridge School
Link copied!