• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৩, ১১:৩০ পিএম
আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

ঢাকা: কঠিন সমীকরণের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। হারলেই বিদায়। জিতলেও রানরেট বাড়িয়ে রাখতে হবে। 

এই দুটি বিষয় মাথায় নিয়েই আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। দুই লক্ষ্যই পূরণ হলো। জয়ও পাওয়া হলো, বড় জয়ে রানরেটও বাড়িয়ে নিলো সাকিব আল হাসানের দল।

লাহোরে আজ এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার ফোরের পথ মসৃণ করে রাখল টাইগাররা। রশিদ টপ-এজড তাসকিনের বলে, ক্যাচ গেল সাকিবের হাতে। তাতেই শেষ হলো আফগানিস্তানের ইনিংস।

ব্যাটিং অর্ডারে চমকজাগানিয়া পরিবর্তন, একাদশে মাত্র পাঁচ জন স্বীকৃত বোলার নিয়েই দাপটটা দেখাল সাকিব আল হাসানের দল। ৮৯ রানের বড় জয়ের সঙ্গে নেট রানরেটেও বাংলাদেশ দিয়েছে বড় এক লাফ। 

কার্যত তাই সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ। কারণ আফগানিস্তান রান রেটে এখনোই পিছিয়ে, শ্রীলঙ্কাকে ছোট ব্যবধানে হারালেও সেটি বাংলাদেশকে টপকে যেতে যথেষ্ট হবে না। অন্যদিকে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে, তাহলে তাদের রানরেট নেমে আসবে বাংলাদেশের নিচে। 

পাল্লেকেলেতে উইকেটের চাহিদা অনুযায়ী ব্যাটিংটা এক নাজমুল ছাড়া কেউই করতে পারেননি বাংলাদেশের, লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে আজ ঘটেছে সেটির বিপরীত। 

টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ওপেনারদের ভালো শুরু, টপ অর্ডারের পর মিডল অর্ডারের একজনের সেঞ্চুরি-বড় স্কোরের রেসিপি মেনেই এগিয়েছে বাংলাদেশের ইনিংস। সেটি আবার ঘটেছে একাধিক ব্যাটসম্যানের নিয়মিত পজিশন অদলবদলের পর! 

মিরাজ ও নাজমুলের সেঞ্চুরিই গড়ে দিয়েছে জয়ের ভিত। বোলাররা করেছেন বাকি কাজ। রানের পাহাড় তাড়ায় আফগানদের শুরুটা ছিল একেবারেই মন্থর। দ্বিতীয় ওভারেই বিপজ্জনক রাহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও পার পাওয়া হয়নি তার। দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৭৮ রান। রহমত শাহ আর ইব্রাহিম জাদরান আফগানদের রেখেছেন জয়ের পথেই। 

চিন্তায় ফেলে দেওয়া জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। রহমতকে ফিরিয়েছেন তিনি সরাসরি বোল্ডে। এরপর অবশ্য স্বস্তি আসেনি। আরও একটা বড় জুটি হতাশ করেছে টাইগার বোলারদের। জাদরান এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীর জুটি থেকে এসেছে ৫২ রান। 

১৯৩ রানে মিরাজের বলে বোল্ড হন নাজিবুল্লাহ জাদরান। ফেরার আগে খেলেছেন ৭৪ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস। এরপরেই মূলত ধ্বস নেমেছে আফগান ইনিংসে। তিন রান পরেই  উইকেটের পেছনে মুশফিকের দুর্দান্ত ক্যাচের সুবাদে সাজঘরে শহিদি। তার ব্যাট থেকে এসেছে ৫১ রান। 

২১২ রানে গুলবাদিন নাইব ফিরেছেন শরীফুলের আরও এক দুর্দান্ত ডেলিভারিতে। পরের দুই ওভারে এসেছে আরও দুই উইকেট। মোহাম্মদ নবী ফিরেছেন তাসকিনের বলে। আর করিম জানাত ফিরেছেন রান উইকেটের শিকার হয়ে। 

ম্যাচের ৪৫ তম ওভারে দুই উইকেটে আফগানদের ইনিংস শেষ করেছেন তাসকিন। ছয় মারতে গিয়ে হিট উইকেটে আউট হন মুজিব উর রহমান। আর সাকিবকে ক্যাচ দিয়ে ফিরেছেন রশিদ খান। ২৪৫ রানেই থেমেছে আফগানদের ইনিংস।

এআর

Wordbridge School
Link copied!