• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
এশিয়া কাপ

সমীকরণ না জানানো নিয়ে আফগানিস্তানের ক্ষোভ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৭:১৩ পিএম
সমীকরণ না জানানো নিয়ে আফগানিস্তানের ক্ষোভ

ঢাকা: দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না আফগানিস্তানের। ৩৭.১ ওভারের মধ্যে ২৯২ রান করতে হতো আফগানিস্তানকে সুপার ফোর নিশ্চিত করতে। তার অনেক কাছেও পৌঁছে গিয়েছিল তারা। 

তবে শেষ পর্যন্ত ম্যাচটা ২ রানে হেরে যায় আফগানরা। কিন্তু ৩৭.১ ওভার পার হওয়ার পরও সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল তাদের। যদি পরের তিন বলের মধ্যে ছক্কা মেরে ২৯৫ রান করতে পারতো তারা, তাহলে সুপার ফোর নিশ্চিত হতো আফগানদের।

এমন এক জটিল সমীকরণের কথা বারবার ধারাভাষ্যকাররা জানিয়ে যাচ্ছিল, তবে সেটা নাকি আফগান দলকে জানানোই হয়নি। এমনটাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন আফগান কোচ জনাথন ট্রট।

সংবাদ সম্মেলনে ট্রট বলেন, আমাদের সঙ্গে এমন হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি। আমাদের বলা হয়েছিল, ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে। আমাদের সঙ্গে ২৯৫ রানের হিসাব নিয়ে কখনোই যোগাযোগ করা হয়নি। হতাশা থাকলেও দলের খেলোয়াড়দের দারুণ খেলায় সমর্থন করেছেন ট্রট।

আফগান কোচ বলেন, নবি ডমিনেন্ট করেছেন, রহমত শাহও দারুণ খেলেছেন। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আর শেষ পর্যন্ত ম্যাচটা জেতা উচিতও ছিল। শুধু ঠান্ডা মাথায় খেললেই হতো।  

এআর

Wordbridge School
Link copied!