• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
এশিয়া কাপ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুখবর 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৩:৩২ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুখবর 

ঢাকা: হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপের পাকিস্তান পর্ব শেষ হয়েছে। সুপার ফোরের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ফাইনালও রাখা হয়েছে সেখানেই। 

এর মধ্যে সুপার ফোরের সবগুলো ম্যাচে বৃষ্টি সম্ভাবনা আছে। তবে এসিসি ও পিসিবি আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 

এই টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে (অতিরিক্ত একটি দিন) যোগ করা হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বলে জানিয়েছে ক্রিকইনফো।

ক্রিকইনফো আরও জানিয়েছে, এ দুটি ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডে-তে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডে-তে খেলা সেখান থেকেই শুরু হবে।

এশিয়া কাপে এবার গ্রুপ পর্যায়ে পাল্লেকেল্লেতে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে নেপাল-ভারত ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। এবার এশিয়া কাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার কলম্বোয় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটায় নিয়ে যেতে। কিন্তু এশিয়া কাপ-সংশ্লিষ্ট সবাইকে ইসিসি মেইলে জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচগুলো আয়োজন করা হবে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ক্রিকইনফো জানিয়েছে, এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। আর এ ম্যাচ দিয়েই ভারতের একাদশে ফিরতে পারেন তারকা পেসার যশপ্রীত বুমরা। 

এআর

Wordbridge School
Link copied!