• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
এশিয়া কাপ

শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে, হাথুরুর ক্ষোভ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৯:০৪ পিএম
শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে, হাথুরুর ক্ষোভ

ঢাকা: শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে মানতে পারছেন না বাংলাদেশের কোচ হাথুরুসিংহে। এক টুর্নামেন্টে দ্বৈত নীতি নিয়েই তার আপত্তি! এশিয়া কাপে ‘রিজার্ভ ডে’ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকে এ ছাড়া আর কী বলবেন! 

একই টুর্নামেন্টে বিশেষ দুই দলের একটি ম্যাচ নিয়ে এক রকম নিয়ম, বাকি দলগুলোর ম্যাচ নিয়ে আরেক ধরনের নিয়ম। একে ‘দ্বৈত নীতি’ বললে কি খুব একটা ভুল হবে!

এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড সুপার ফোরে খেলছে চারটি দল-বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে এখানে। এই রাউন্ডে ভারত আর পাকিস্তান যেন অন্য দুই দলের চেয়ে আলাদা। 

ব্যাপারটা যেন এমনই। সুপার ফোরে এ দুই দলের ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে সেটি নেই। এ টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে (অতিরিক্ত একটি দিন) যোগ করা হলো। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বলে জানিয়েছে ক্রিকইনফো।

ক্রিকইনফো আরও জানিয়েছে, এ দুটি ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডেতে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডেতে খেলা সেখান থেকেই শুরু হবে।

রিজার্ভ ডে যে আঙ্গিকেই রাখা হোক, বিষয়টি ভালো লাগেনি টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলোর। বাংলাদেশের কথাই ধরুন, বিষয়টি নিয়ে খুশি হতে পারেননি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজকের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ কোচ হাথুরুসিংহেকে।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধি নিয়ে একটা টেকনিক্যাল কমিটি আছে। তাই তো কোনো কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকবে। এটা ঠিক নয়। কারণ, আমরাও একটা অতিরিক্ত দিন চাইতে পারি। এ ছাড়া এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কারণ, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

এশিয়া কাপে এবার গ্রুপ পর্যায়ে পাল্লেকেল্লেতে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে নেপাল-ভারত ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। এবার এশিয়া কাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার কলম্বোয় আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটায় নিয়ে যেতে। কিন্তু এশিয়া কাপসংশ্লিষ্ট সবাইকে ইসিসি মেইলে জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচগুলোর আয়োজন করা হবে।

এআর

Wordbridge School
Link copied!