• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রোনালদোর কার্ড দেখা রাতে কষ্টার্জিত জয় পর্তুগালের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৩, ০১:৩২ পিএম
রোনালদোর কার্ড দেখা রাতে কষ্টার্জিত জয় পর্তুগালের

ঢাকা : একটার পর একটা সুযোগ তৈরি করে দিয়েছেন সতীর্থরা। কিন্তু সেগুলো থেকে গোল আদায় করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে কাছে গিয়েও গোল বঞ্চিত হচ্ছিল পর্তুগাল। তবে প্রথমার্ধের শেষভাগে সেটি আদায় করেছেন ব্রুনো ফার্নান্দেজ। নিজের ২৯তম জন্মদিনে একমাত্র গোলে দলকে কষ্টার্জিত জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় পর্তুগাল। উয়েফা ইউরো বাছাইপর্বের শুরু থেকেই আক্রমণ চালায় দুই দল। এ আক্রমণে গেলে অন্যরা যায় পাল্টা আক্রমণে। উভয়ই বারবার সুযোগ সৃষ্টি করতে থাকে। কিন্তু ফিনিশারদের ব্যর্থতায় কিংবা প্রতিপক্ষের ডিফেন্সের দক্ষতায় সেসব বিফলে গেছে।

সুযোগ মিসের মহড়ায় যেন নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। বারবার তাকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছিলেন সতীর্থরা। কিন্তু সেসবের কোনোটাই তিনি কাজে লাগাতে পারছিলেন না। শেষ পর্যন্ত ৪৩ মিনিটে একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। বার্নার্ডো সিলভার পাস থেকে গোলটি করেন তিনি। তাতে নিজের ২৯তম জন্মদিনের রাতটি রাঙিয়ে তুলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

এ দিকে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয়েছেন রোনালদো। উল্টো ম্যাচের ৬২ মিনিটে স্লোভাকিয়া গোলরক্ষক মার্টিন ডুব্রাভকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেছেন তিনি।

ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতেই পেয়েছিলেন আল নাসর তারকা। কিন্তু প্রথম শটটিতে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন রোনালদো। এরপর এগিয়ে গিয়ে চেয়েছিলেন স্লাইড করে বল জালে জড়াতে। কিন্তু এবারও বলে সংযোগ ঘটাতে পারেননি, উল্টো রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে।

প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। এর আগে পতুর্গালের হয়ে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৮৩ মিনিটে কার্ডের খড়গ নামে রোনালদোর ওপর।

আর পরপর দুই ম্যাচে হলুদ কার্ড এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর। এই উইঙ্গার না থাকায় ম্যাচের আগে একটু স্বস্তির নিশ্বাসই হয়তো ফেলবে লুক্সেমবার্গ, যাদের বিপক্ষে রোনালদো এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১১ গোল।

এমনকি সর্বশেষ গত মার্চে ৬-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

হলুদ কার্ড কিংবা নিষেধাজ্ঞা নিয়ে রোনালদো অবশ্য বিচলিত নন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের জয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ একটি জয় এল। আমরা এখনো অজেয়। এগিয়ে চলো পর্তুগাল।’

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পর্তুগাল ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। এমনকি এই ৫ ম্যাচে ১৫ গোল হজম করার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। অন্য দিকে পর্তুগালের কাছে হারলেও লুক্সেমবার্গের সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ২ নম্বরে আছে স্লোভাকিয়া।

এমটিআই

Wordbridge School
Link copied!