ঢাকা : ভরা বর্ষার মৌসুম চলছে শ্রীলঙ্কার কলম্বোতে। ভারি বর্ষণে ইতোমধ্যে দেখা দিয়েছে বন্যা। তারপরও সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের হাইভোল্টেজ সব ম্যাচ। এই মাঠেই সুপার ফোরের ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যে ম্যাচের আগে অবধারিতভাবেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টি হানা দেবে এমন শঙ্কা আবহাওয়াবিদদের। পূর্বাভাস বলছে, দিনভরই বৃষ্টি হতে পারে কলম্বোতে। এমনকি ঝড়ের সম্ভাবনাও আছে। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।
এমন বৃষ্টি থাকলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য।
এমটিআই