• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইতিহাস গড়লেন জোকোভিচ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২৩, ০২:১০ পিএম
ইতিহাস গড়লেন জোকোভিচ

ঢাকা : ইউএস ওপেন জিতে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়লেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। পুরুষ ও নারী টেনিস মিলিয়ে সর্বোচ্চ এককভাবে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড এতদিন ছিলো মার্গারেট কোর্টের। কিংবদন্তি এই নারী টেনিস খেলোয়াড়কে ছুঁয়েছেন জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাশিয়ান তৃতীয় বাছাই দানিল মেদভেদেভকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন জোকোভিচ। তবে লড়াইটা মোটেও এতোটা একপেশে হয়নি। দুর্দান্তসব র‍্যালির সমাহারে দুই তারকাই পয়সা উশুল করেছেন দর্শকদের।

শেষ পর্যন্ত জোকোভিচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৮-৬), ৬-৩ ব্যবধানে। জয়ের পর কেঁদেছেন সার্বিয়ান মহাতারকা। সবচেয়ে বেশি বয়সে একই বছরের চারটি গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলেছেন তিনি। ২০১৮ সালের পর আবারো ইউএস ওপেন জিতলেন তিনি।

শুধুমাত্র উইম্বলডন ছাড়া ২০২৩ সালের বাকি তিনটি গ্র্যান্ডস্লামই জিতেছেন সার্বিয়ান এই কিংবদন্তি। জোকোভিচের ২৪ গ্র্যান্ডস্লামের মধ্যে আছে রেকর্ড ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন, চারটি ইউএস ওপেন, তিনটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা।

এমটিআই

 

Wordbridge School
Link copied!