ঢাকা : ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ৪ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো দুই বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে।
ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। গত বছর ইউএস ওপেনের সময় রোমানিয়ান তারকার যে নমুনা নেওয়া হয়েছিল, তাতেই নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়।
৩১ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে ডোপিং বিরোধী দুটি নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘২০২২ সালের ইউএস ওপেনের সময় হালেপের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তাতে নিষিদ্ধ শক্তি বর্ধক রোক্সাডুস্ট্যাট পাওয়া গিয়েছে।’
নমুনায় নিষিদ্ধ শক্তি বর্ধক পাওয়ার পর ২০২২ সালের অক্টোবর মাস থেকেই সাময়িক নিষিদ্ধ ছিলেন হালেপ। সাবেক এই নাম্বান ওয়ান অবশ্য ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন হালেপ। তার দাবি, তিনি কোনো নিষিদ্ধ ওষুধ খাননি। অসুস্থতার জন্য তাকে রক্তাল্পতার ওষুধ খেতে হয়েছিল। যে ওষুধ তিনি খেয়েছেন, তা নিষিদ্ধ নয়।
হালেপ যে ওযুধ খাওয়ার দাবি করেছেন, তা খেলে শরীরে কিছু পরিমাণ রোক্সাডুস্ট্যাট থাকতে পারে। কিন্তু তার শরীরে যে পরিমাণ রোক্সাডুস্ট্যাট পাওয়া গেছে, তা তার দাবির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি।
এ ছাড়াও তার বিরুদ্ধে অ্যাথলিট বায়োলজিক্যাল পাসপোর্টে অনিয়মের অভিযোগ রয়েছে।
হালেপ ২০১৯ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হন। ২০১৮ সালে জিতেছিলেন ফরাসি ওপেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :