• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
এশিয়া কাপ

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না কোহলি?


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৪:৩০ পিএম
বাংলাদেশের বিপক্ষে খেলবেন না কোহলি?

ঢাকা: আগামীকাল এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ফাইনালে গেলেও বাংলাদেশ বাদ পড়ে গেছে। যার ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ। তবে এই ম্যাচে দুদলেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দেখা যাবে না।

পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ১২২ রানের অপরাজিত জাদুকরী ইনিংস খেললেন, শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে মাত্র ৩ রানে ক্যাচ তুলে দিয়ে এলেন। টানা তিন দিন মাঠে নামার কারণে ক্লান্তি যে তাকে ঘিরে ধরেছে, সেটা কোহলি নিজেই স্বীকার করেছেন।

ক্লান্তির কথা কোহলি সোমবার পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের জয়ের পরই বলেন। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে সঞ্চালক সঞ্জয় মাঞ্জেরেকারকে আগেভাগেই তিনি বলেন, ‘আমি অনুরোধ করব আপনি যাতে আমার সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি ভীষণ ক্লান্ত।’ 

কেন ক্লান্ত সেটাও তিনি কোনো প্রশ্ন ছাড়াই গড়গড় করে বলেছেন, ‘মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রতিক্ষণে মনে হচ্ছিল, কাল (মঙ্গলবার) দুপুর ৩টার সময় আবার আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভালো যে আমি নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টির বেশি টেস্ট খেলেছি। তাই পরের দিন কীভাবে মাঠে নামতে হবে, তা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার বয়স ৩৫ হবে। তাই শরীরের প্রতি বাড়তি খেয়াল তো রাখতেই হবে।’ 

ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার ইনজুরিতে থাকায় কোহলির জন্য বিশ্রাম নেওয়া কঠিন হবে। তারপরও ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ওই সিদ্ধান্ত নিতেই পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। ভারত-পাকিস্তান ম্যাচে  স্পেশাল রিজার্ভ ডে’ রাখায় টানা তিনদিন মাঠে থাকায় ক্লান্ত ভারতের ক্রিকেটাররা।

এআর

Wordbridge School
Link copied!