Menu
ঢাকা: এর চেয়ে কষ্টের আর দুঃখের বিষয় কী হতে পারে। ফাইনালে উঠে ঘরের মাঠেই বিধ্বস্ত হয়ে গেল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রানের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ।
এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই।
সিরাজ সপ্তম উইকেটটি পাননি আর। কিন্তু পরপর ২ বলে ২ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। পয়েন্টে ক্যাচ দিয়েছেন মাতিশা পাতিরানা। তাতেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা।
এ ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল অনেক। তবে এরপর যা ঘটল, সেটির জন্য হয়ত প্রস্তুত ছিলেন না কেউ। টসে জিতে ব্যাটিং নিয়ে ৫০ রানে শেষ শ্রীলঙ্কা-অবিশ্বাস্য ছাড়া এ ইনিংসকে আর কী বলবেন! সিরাজ একাই নিয়েছেন ৬ উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩ উইকেট আর বুমরাহ নিয়েছেন ১ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ১৭ রান করেছেন কুশল মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হেমন্ত। ১৫ বলে ১৩ রান করেন এ বাহাতি।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT