• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঘুম থেকে জেগে উঠার ডাক দিলেন হাথুরুসিংহে


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০১:২২ পিএম
ঘুম থেকে জেগে উঠার ডাক দিলেন হাথুরুসিংহে

ঢাকা : স্পষ্টই বলে দিলেন হাথুরুসিংহে, ঘুম থেকে জেগে উঠুন। এখনই বিশ্বকাপ জয় সম্ভব নয় বাংলাদেশের। তবে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যটা জানিয়ে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে সাকিবকেই মানছেন আদর্শ নেতা। আর দাবি করলেন, তামিমের হঠাৎ অবসর বা নেতৃত্ব ছাড়াতে তার কোনো দায় নেই।

মিশ্র অনুভূতির এশিয়া কাপ মিশন শেষে নিজ দেশ শ্রীলঙ্কাতেই থেকে গেছেন হাথুরুসিংহে। সেখনেই এক হোটেলে বসে বাংলাদেশের এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এমন সব কথাই বললেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

সাক্ষাৎকারের এক পর্যায়ে হাথুরুসিংহে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ তিনটি ম্যাচ জেতাই। তা কেউ যদি এখন এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তাহলে আমি তাকে বলব, ‘ঘুম থেকে জেগে উঠুন।’

‘আমি চাচ্ছি এমন কিছু করতে, যা আগে আমরা কখনো করিনি। আমরা নিজেদের লক্ষ্য বড় রাখছি, সেমিফাইনাল খেলতে চাই। তবে প্রথম লক্ষ্য হলো ধর্মশালায় প্রথম ম্যাচ জেতা। সেমিফাইনালে যাওয়াটা আমাদের জন্য হবে বিশাল চ্যালেঞ্জের।’

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তেও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। এত বড় আসরের আগে এটা যে খুব একটা আদর্শ নয়, তা মানেন হাথুরুসিংহেও। বলেন, আমরা বিশ্বকাপের জন্য আদর্শ জায়গায় নেই। একেবারে শেষ মুহূর্তে এসব অবশ্যই ঠিক না। এই বিষয়গুলো দুই-আড়াই বছর আগেই বাজিয়ে দেখা উচিত ছিল।’

‘আমি তো এলাম মাত্র ছয় মাস হলো। এ জন্যই আমাকে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষায় যেতে হচ্ছে। এর আগে দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, প্রশ্নটি তাদের করলেই ভালো। ২০১৯ বিশ্বকাপের পরপরই এই ভাবনাটা জরুরি ছিল যে এখন আমরা কোনো অবস্থায় নিজেদের দেখতে চাই। যাকে সাফল্যের পরিকল্পনা বলে।’

কয়দিন আগে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, বাংলাদেশের মতো দলের বিশ্বকাপ জিততে হলে একজন নেতা লাগবে, অধিনায়ক নয়। সাকিবের মাঝে নেতা হওয়ার যোগ্যতা আছে কিনা, জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, ‘হ্যাঁ, আমি তা দেখি সাকিবের মাঝে।’

হাথুরু যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে সাকিবের মনোভাব এবং দলের প্রতি তার দায়বদ্ধতা, সবকিছুই অসাধারণ। দলের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত সে। তার সবচেয়ে বড় গুণ, সে কখনো মাথা নত করে না। তাছাড়া এশিয়া কাপে সাকিব একটা তরুণ দল নিয়ে খেলছে। সত্যি বলতে কি, কারো কাছ থেকে হয়তো সেভাবে সমর্থনও পাচ্ছে না সে।’

এদিকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হাথুরাসিংহের চাপেই নাকি অবসর নিতে বাধ্য হয়েছেন তামিম ইকবাল। তবে হাথুরুসিংহের দাবি, তামিম এমন কিছু করতে পারেন, জানাই ছিল না তার। বরং তামিমের সিদ্ধান্তে অবাক হয়েছেন তিনি। সেই সাথে তাকে স্বীকৃতি দিয়েছেন দলের সেরা ব্যাটার হিসেবেও।

‘আমি তো ন-ই, এ রকম কিছু একটা হতে যাচ্ছে, তা কেউই জানত না। যেটি আমি জানিই না, সেখানে ভূমিকা রাখার সুযোগ কোথায়? কথাটা তামিম বললে ওর সঙ্গে বসে জিজ্ঞেস করতে পারি, আমি কখন, কোথায় কী করলাম!

তামিমের প্রত্যাবর্তন নিয়ে হাথুরু বলেন, ’তামিমের কাছ থেকে ওর সেরাটা দেখতে চাই। কারণ আমি জানি, ফর্মে থাকলে সে-ই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান।’

এমটিআই

Wordbridge School
Link copied!