ঢাকা: জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। আগের দুই ম্যাচেই ছিল নাটকীয়তা। শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল ম্যাচ। ফাইনাল ঘিরে তাই প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
কিন্তু, সেই আশায় যেন জল ঢেলে দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। হায়দ্রাবাদের এই পেসারের আগুন ঝরানো বোলিংয়ে ভারত তুলে নিয়েছে সহজ এক জয়। ভারতকে এনে দিলেন এশিয়া কাপের অষ্টম শিরোপা। ছয় দল নিয়ে শুরু হওয়া এশিয়া কাপ ১৯ দিনে দুটি দেশে ১৩টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে গতকাল।
১. শাহিনের আগুনে বোলিং
গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টির কারণে ফল দেখেনি। তবে যতটুকু খেলা হয়েছে, তাতে বলে আগুন ঝরান শাহিন আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসার শুরুতেই বোল্ড করে ফেরান রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। পরে আউট করেন হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজাকেও। সেদিন শাহিনের ১০ ওভার ২ মেডেনে ৩৫ রানে ৪ উইকেট টুর্নামেন্টে রোমাঞ্চকর আমেজ নিয়ে আসে।
২. ফাইনালের ‘নবাব’ সিরাজ
টুর্নামেন্টের শেষের ছবিটা মোহাম্মদ সিরাজের। ফাইনালে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা সিরাজের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। এক ওভারে চারটিসহ ১৫ বলের মধ্যে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার। শেষ পর্যন্ত ৭ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ৬ উইকেট নিয়ে ফাইনাল–সেরাও সিরাজই।
৩. ভেল্লালাগে-চমক
শ্রীলঙ্কার ফাইনালে ওঠার পথে বড়সড় অবদান বাঁহাতি স্পিনার দুনিত ভেল্লালাগের। ২০ বছর বয়সী এই তরুণ ৬ ম্যাচে তুলেছেন ১০ উইকেট, যার মধ্যে সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে নেন ৪০ রানে ৫ উইকেট। ভেল্লালাগের শিকারের তালিকায় ছিলেন কোহলি, রোহিত, শুবমান গিল, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া।
৪. বৃষ্টি-যোদ্ধা
টুর্নামেন্টজুড়ে ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে ছিল বৃষ্টির সঙ্গে ম্যাচের যুদ্ধ। শ্রীলঙ্কায় হওয়া ৯ ম্যাচের বেশির ভাগে বৃষ্টি হানা দিয়েছে একাধিকবার। কমলা জার্সি পরা শ খানেক গ্রাউন্ড স্টাফ বৃষ্টি হলে কভার নিয়ে মাঠের ভেতরে ছুটছেন, থামলে সরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্য ছিল নিয়মিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট তাঁদের ‘আনসাং হিরো’ বলে আখ্যা দিয়েছে। পরে সংস্থা দুটি তাঁদের ৫০ হাজার ডলার পুরস্কার দেয়। ফাইনালসেরা হওয়া মোহাম্মদ সিরাজও তাঁর প্রাইজমানির ৫ হাজার ডলার মাঠকর্মীদের উপহার দেন।
৫. নেপালের অভিষেক
আট বছর পর নতুন দল দেখেছে এশিয়া কাপ-প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্ট খেলেছে নেপাল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানে আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে হারলেও এশিয়া কাপে নতুন একটি মাত্রা নিয়ে এসেছে ক্রিকেটপ্রিয় দেশটি।
এআর