• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২০ বছর পর মেসি-রোনালদো ছাড়া চ্যাম্পিয়নস লিগ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:০২ এএম
২০ বছর পর মেসি-রোনালদো ছাড়া চ্যাম্পিয়নস লিগ

ঢাকা : চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমের মূলপর্ব শুরু হচ্ছে আজ থেকে। ২০ বছর পর সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিকে ছাড়া হতে যাচ্ছে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের আসর। ২০০৩-৪ মৌসুমে এই আসরে অভিষিক্ত রোনালদো ২০২১-২২ মৌসুমে সর্বশেষ খেলেছিলেন চ্যাম্পিয়নস লিগে। ২০০৪-৫ মৌসুম থেকে শুরু করে মেসি খেলেছিলেন গত মৌসুম পর্যন্ত। দুজনে মোট ৯ বার জিতেছেন এই আসরের শিরোপা।

পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ী বার্সেলোনা আজ প্রথম দিনেই মাঠে নামবে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এসি মিলান, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো নামবে আজ। এবার ৩২ দলের অংশগ্রহণে হলেও আগামী আসর থেকে দল বেড়ে ৩৬ হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল কর্র্তৃপক্ষ। তাই ৩২ দল নিয়ে এটিই চ্যাম্পিয়নস লিগের শেষ আসর।

শেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া বার্সেলোনা আজ নিজেদের মাঠে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করছে। লা লিগার চ্যাম্পিয়ন হওয়ায় এবার ড্রতে তুলনায় সহজ গ্রুপেই পড়েছে জাভির দল। তাদের বাকি তিন প্রতিপক্ষ পোর্তো ও শাখতার দোনেৎস্ক।

লা লিগায় পাঁচ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে জাভি হার্নান্দেজের দল। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে দুই পয়েন্টে। তবে সবশেষ ম্যাচে ছন্দে ছিলেন ক্লাবটির খেলোয়াড়রা। ৫-০ গোলে হারায় তারা রিয়াল বেতিসকে। আজকের ম্যাচে ইনজুরির কারণে পেদ্রিকে পাবে না কাতালান ক্লাবটি, গুনদোয়ান বেতিসের বিপক্ষে ম্যাচটি খেলেননি পিঠের ব্যথার কারণে।

ট্রেবল জয়ী ম্যানসিটি শিরোপা রক্ষার মিশন শুরু করছে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচ দিয়ে। কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে আর্সেনালের কাছে হারে গার্দিওলার দল। তবে এরপর থেকে ফর্মেই আছে ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫ ম্যাচের সবগুলো জিতেছে। এ সময় তারা গোল করেছে ১৪টি, হজম করে মাত্র তিনটি। গেল মৌসুমে ফর্মে থাকা হালান্ড গোলের ধারা অব্যাহত রেখেছেন এবারও। লিগে এরই মধ্যে ৭ গোল করেছেন তিনি। তাই এবারও হালান্ড-আলভারেজদের ঠেকিয়ে রাখাটা কঠিনই হবে। সিটির সঙ্গে এবারই প্রথম ম্যাচ খেলবে বেলগ্রেড।

সিটি-বেলগ্রেডের গ্রুপের বাকি দুই ক্লাব জার্মান ক্লাব লাইপজিগ ও সুইজারল্যান্ডের ইয়ং বয়েজ।

একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পিএসজি দলে ভিড়িয়েছিল লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পেকে। তবে সাফল্য পায়নি ফ্রেঞ্চ ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগেই ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। নেইমারও পিএসজি ছেড়ে গেছেন সৌদির ক্লাবে। এমবাপ্পে নতুন চুক্তি সই না করলে এটিই তার শেষ মৌসুম পিএসজিতে। পিএসজিতে নতুন যোগ দিয়েছেন ওসমান দেম্বেলে, মার্কো আসেনসিও।

গেল মৌসুমে বাদ পড়েছিল পিএসজি শেষ ষোলো থেকেই। বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। আজ এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিএসজি খেলবে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তবে এ ম্যাচের প্রস্তুতিটা ভালো হয়নি পিএসজির। লিগ ম্যাচে নিসের কাছে হেরেছে এমবাপ্পের দুগোল সত্ত্বেও। চ্যাম্পিয়নস লিগে ভালো করতে না পারলে চাপের মুখে পড়বেন বিশ্বকাপে ব্যর্থ স্পেনের কোচ কোচ লুইস এনরিকে।

পিএসজির অধিনায়ক মার্কিনহোস বলছেন ধাপে ধাপে এগোনোর কথা। ‘আমরা নিজেদের কাজটা করে যাব কারণ, অন্যদের মতো আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। ক্লাব চায় শিরোপা জিততে। আমরা শীর্ষে যেতে চাই। পথ লম্বা। আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে।’

এমটিআই

Wordbridge School
Link copied!