• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বিসিবিকে তানজিম

আমার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৪:৪৮ পিএম
আমার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না

ঢাকা: সদ্য অভিষিক্ত হওয়া বাংলাদেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিবের ফেসবুক পেজের বেশ কিছু পুরোনো স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। 

এর মধ্যে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে। এসব নজরে আসার পর বিসিবি তানজিমের সঙ্গে যোগাযোগ করছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

তানজিমের আরেকটি পোস্ট ছিল এমন, 'ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।'

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল। তিনি জানান তারা তানজিমের সঙ্গে আলাপ করেছেন, 'আমরা ক্রিকেট বোর্ড থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম।

 

'তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সেজন্য দুঃখিত। একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যে পোস্ট ছিল। সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।' 

একজন সাংবাদিক মনে করিয়ে দেন বিদ্বেষমূলক মন্তব্যের ব্যাপারে আইসিসির কড়া নীতিমালা আছে। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন কিশোর বয়েসে দেওয়া পোস্টের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। জালাল ইউনুস তখন বলেন, তারা কেবল তানজিমকে সতর্কই করছেন,  'যে পোস্ট দিয়েছে তাকে আমরা সতর্ক করেছি, যাতে আগামীতে এই ধরণের কোনে পোস্ট না দেয়। সে বলছে অবশ্যই সে এই ধরণের পোস্ট থেকে বিরত থাকবে। যখন সে ভুল স্বীকার করেছে…সে একটা বড় কথা বলেছে সে নারী বিদ্বেষী নয়, বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হই।'

তিনি জানান আপত্তিকর পোস্টগুলো তানজিম মুছে দিয়েছেন। আগামীতে এই ধরনের পোস্ট দিবেন না বলে জানিয়েছেন। তবে তাকে তারা পর্যবেক্ষণে রাখবেন,  'অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও শঙ্কিত। তারাও দুঃখিত। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, যেহেতু সে তরুণ ছেলে। আমরা মনিটর করব। যদি কিছু থাকে আমরা তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব।' 

অন্য কারো প্ররোচনায় নয়, পোস্টগুলো নিজে থেকে দিয়েছেন বলে বিসিবিকে জানিয়েছেন তানজিম, 'সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে পোস্টগুলো। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। তার সঙ্গে আমারা আলাপ আলোচনা করব।'

এআর

Wordbridge School
Link copied!