• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বৃষ্টি বাধায় বন্ধ হয়ে গেল খেলা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০২:৩১ পিএম
বৃষ্টি বাধায় বন্ধ হয়ে গেল খেলা

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টসও জিতেছে বাংলাদেশ। আর টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

ইনিংসে প্রথম ওভার করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন বলের মধ্যে দুটি করেছেন ওপেনার ফিন অ্যালেনের পায়ে। পরের দুটি স্টাম্পে করে শেষ বলটি আবারও অ্যালেনের পায়ের ওপর করলেন। কোনো সুইং বা সিম মুভমেন্ট নেই।

এরপর তানজিম হাসান সাকিব প্রথম ওভার করার আবারো বোলিংয়ে আসেন মোস্তাফিজ। দুজনে মিলে এরই মধ্যে ৪.৩ ওভার বল করে খরচ করেছেন ৯ রান। ক্রিজে আছেন ফিন অ্যালেন ও উইল ইউং। 

তবে আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টি হানা দেওয়ায় বন্ধ হয়েছে খেলা। মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়েছে। প্রচুর বাতাসও আছে।

এআর

Wordbridge School
Link copied!