• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

শেষ ওয়ানডের আগে অসুস্থ তাসকিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:৫৪ পিএম
শেষ ওয়ানডের আগে অসুস্থ তাসকিন

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলার কথা ছিল তাসকিন আহমেদের। কিন্তু অসুস্থতার কারণে শেষ ম্যাচটা তিনি খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। আজ তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেছেন, ‘ওর পেট খারাপ হয়েছে।’ তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’ 

তাসকিনের অসুস্থতার কারণে দলের সঙ্গে থাকতে বলা হয়েছে পেসার খালেদ আহমেদকে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে থাকলেও তাসকিন, শরিফুলরা ফেরায় শেষ ম্যাচে তাকে রাখা হয়নি।

দলে না থাকলেও আজ মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। পুরোদমে বোলিং অনুশীলন করেছেন, ফিল্ডিংও করেছেন। শেষ পর্যন্ত আগামীকালের ম্যাচে তাসকিন খেলতে না পারলে থাকতে পারেন খালেদ।

এআর

Wordbridge School
Link copied!