• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিশ্বকাপে বাংলাদেশের কবে কোথায় খেলা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৯:২৬ পিএম
বিশ্বকাপে বাংলাদেশের কবে কোথায় খেলা

ঢাকা : বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৫ অক্টোবর। তার আগে প্রস্তুতি জোরদারে লক্ষ্যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী ১০টি দল।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পরের দিন ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

৭ অক্টোবর শনিবার ১১টায় ভারতের ধর্মশালায় আফগান ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।

১০ অক্টোবর ১১টায় ধর্মশালায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে।

১৩ অক্টোবর ২.৩০টায় চেন্নাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

১৯ অক্টোবর ২.৩০টায় পুনেতে বিশ্বকাপের স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

২৪ অক্টোবর ২.৩০টায় ওয়াংখেড়ে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

২৮ অক্টোবর ২.৩০টায় কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বাছাই পর্বে খেলে আসা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।

৩১ অক্টোবর ২.৩০টায় ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৬ নভেম্বর ২.৩০টায় দিল্লিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

১১ নভেম্বর ১১টায় পুনেতে বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাকিবরা।

পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল ১৫ ও ১৬ নভেম্বর ২.৩০টায় ওয়াংখেড় এবং ইডেন গার্ডেন্সে দুই সেমিফাইনালে অংশ নিবে।

১৯ নভেম্বর ২.৩০টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে কাঙ্খিত ফাইনাল।

এমটিআই

Wordbridge School
Link copied!