ঢাকা: বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই ম্যাচেও দেখা গেছে রানবন্যা। পাকিস্তানের সামনে ছিল পাহাড়সমান ৩৫২ রানের লক্ষ্য।
রান তাড়ায় নেমে ৮৩ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ার অবস্থা হয়েছিল আনপ্রেডিক্টেবলদের। এমন এক ম্যাচেও দুর্দান্ত লড়াই করে তীরে এসে তরী ডুবেছে পাকিস্তানের। বাবর আজম অস্বস্তি বোধ করে উঠে না গেলে হয়তো ফলটা অন্যরকমও হতে পারতো।
হায়দ্রাবাদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানতালে লড়াই করে ১৪ রানে হেরেছে পাকিস্তান। বাবর আজম ৬৯ বলে ১২ চার আর ২ ছক্কায় খেলেন ৯০ রানের ইনিংস। এছাড়া ইফতিখার আহমেদ ৮৫ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৮৩ রানের ইনিংস। পঞ্চম উইকেটে বাবর আর ইফতিখারের ১৪৪ রানের জুটিতেই ম্যাচ জয়ের স্বপ্ন দেখেছিল পাকিস্তান। শেষদিকে ৪২ বলে ৫০ করেন মোহাম্মদ নওয়াজ।
অস্ট্রেলিয়ার পার্টটাইম স্পিনার মার্নাস লাবুশেন নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার প্যাট কামিন্স আর মিচেল মার্শের।
এর আগে ব্যাটিংয়ে দলগত পারফরম্যান্স দেখায় অস্ট্রেলিয়া। মাত্র দুজন ব্যাটার ফিফটি করলেন, সঙ্গে বাকিদের প্রচেষ্টা মিলে ৭ উইকেটে ৩৫১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা।
এআর