Menu
ঢাকা : ২০১৯ বিশ্বকাপে রোমঞ্চকর এক ফাইনাল দেখেছিলো ক্রিকেট বিশ্ব।নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে,সুপার ওভার ও টাই হলে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে ম্যাচ জিতেছিলো ইংল্যান্ড। তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে বিশ্বকাপের পরবর্তী আসর শুরুর ঠিক আগেই সেই নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে।তবে সুপার ওভারে দল আগের মতোই ৩ ব্যাটার এবং এক বোলারকে নিয়ে খেলবে।
২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী ৫ অক্টোবর। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT