• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

‘দুই ফাইনালিস্টের’ লড়াই দিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৫, ২০২৩, ০৮:১৬ এএম
‘দুই ফাইনালিস্টের’ লড়াই দিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ঢাকা: গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের।

বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেনু এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই দুই দলের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচটি। ১৯ নভেম্বর ফাইনালও হবে এখানে। এছাড়া ১৪ অক্টোবর টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণীয় ম্যাচে ভারত-পাকিস্তানের খেলাও হবে এই মাঠে।

উপমহাদেশে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে।

১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ যৌথভাবে বেশ সফলভাবে বিশ্বকাপের আয়োজন করে। উপমহাদেশে ক্রিকেট উন্মাদনা বিশ্বে সমাদৃত, তা আগের তিন আসরেই প্রমাণিত। এবারের বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। এবারের আসরে ৪৬ দিনে ১০টি ভিন্ন ভেনুতে ৪৮টি ম্যাচে ১০টি দেশ অংশ নিবে।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। যে কারণে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের বিষয়টি সামনে নিয়ে আসায় সূচি ঘোষণায় বেশ বিলম্ব হয়। প্রথম ঘোষিত সূচি অনুযায়ী আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটির নিরাপত্তা নিয়ে হুমকি দেখা গেলে ম্যাচটি এক দিন পিছিয়ে দেয়া হয়। যে কারণে নির্ধারিত সূচিতে নয়টি ম্যাচের উপর প্রভাব পড়ে।

১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১১ সালে ঘরের মাঠে দ্বিতীয় শিরোপা জিতেছিল দেশটি। ওয়ানডে ফর‌ম্যাটে ১৩ হাজার রানের মালিক বিরাট কোহলিকে নিয়ে ভারত এবারও নিজেদের মাটিতে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান আগের বিশ্বকাপগুলোতে সাতবার ভারতের কাছে পরাজিত হয়েছে। যদিও ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান তাদের আক্রমণাত্মক বোলিং বিভাগ নিয়েও এবার বেশ আশাবাদী।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চার বছর আগে লর্ডসে দারুণ উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারে পরাজিত করে শিরোপা জয় করেছিল। এবারও শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ইংল্যান্ড।

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের বিশ্বাস ২০০৭ সালে অস্ট্রেলিয়া টানা তিনবার বিশ্বকাপ শিরোপা জয়ের যে রেকর্ড গড়েছিল তারপর একমাত্র ইংল্যান্ডই পরপর দুই আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সহজেই তারা এবারও ফাইনালে পৌঁছাতে সক্ষম হবে। 

সম্প্রতি ভারতের ব্রডকাস্টার স্টার স্পোর্টসে গাভাস্কার বলেছেন, ‘ইংল্যান্ডের টপ অর্ডারে যে পরিমাণ প্রতিভা আছে তা অনেক দলেরই নেই। তাদের দলে দুই থেকে তিনজন বিশ্বমানের অলরাউন্ডার আছে যারা ব্যাট ও বল হাতে যেকোন সময় ম্যাচ ঘুড়িয়ে দেবার জন্য প্রস্তুত।’

এবারের আসরই ক্যারিয়ারের ‘শেষ বিশ্বকাপ’ হতে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ সেঞ্চুরিসহ ৭ হাজারেরও ওপর রান করেছেন। উইকেট দখল করেছেন ৩০৮টি। এবার বাংলাদেশ ভালো কিছু করবে এমনটা আশা দেশবাসীর।

বিশ্বকাপে সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার চ্যাম্পিয়ন হতে দারুণ আত্মবিশ্বাসী। বিশ্বকাপে চোকার্স হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা এবার সেই তকমা থেকে বেরিয়ে আসতে চায়। ১৯৯২, ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনালের টিকিট পায়নি তারা।

স্পিন-নির্ভর আফগানিস্তান ভারতীয় উইকেটের সহায়তা নিয়ে এগিয়ে যেতে চায়। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও নুর আহমেদ আফগানদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আইপিএল’র খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আফগানিস্তানকে নতুনভাবে বিশ্বকাপে মর্যাদা দিতে চায়। ১৯৯৬ সালে ফেভারিটদের পেছনে ফেলে শিরোপা জয় করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। আবারও বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি।

শীর্ষ সারির দলগুলোর বাইরে বাছাইপর্ব থেকে উঠে একমাত্র দল হিসেবে এবার বিশ্বকাপে মাঠে নামবে নেদারল্যান্ডস। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে বিদায় করে দিয়ে ভারতের টিকিট নিশ্চিত করা নেদারল্যান্ডকে কিছুটা হলেও সমীহ করতে হবে প্রতিপক্ষ দলগুলোকে।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, বাতিল হয়ে গেছে উদ্বোধন অনুষ্ঠান। নতুন পরিকল্পনায় উদ্বোধনীর পরিবর্তে সমাপনীতে বিশেষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের।

এমএস

Wordbridge School
Link copied!