ঢাকা: পেশির চোটে লিওনেল মেসিকে কয়েকটি ম্যাচ ধরেই পাচ্ছে না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতি দলটিকে ভোগাচ্ছে বেশ। জিততেই যেন ভুলে গেছে তারা। এবার মেজর লিগ সকারে (এমএলএস) বড় ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামিকে স্রেফ উড়িয়ে দিয়েছে শিকাগো। ৪-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। এমএসএলের প্লে অফে খেলার পথ কঠিন হয়ে পড়েছে দলটির।
৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৪ নম্বরে মায়ামি। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে আধিপত্য ছিল মায়ামির। বল দখলে এগিয়ে ছিল তারা। তবে লক্ষ্যে শটে পিছিয়ে ছিল দলটি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ।
পাঁচ মিনিট পর গোলের দারুণ সুযোগ পায় মায়ামি। রবার্ট টেইলরের ডানপায়ের জোরালো শট ঠেকিয়ে দেন শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় কোনো গোল হয়নি প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রসে হেড দেন জোসেফ মার্তিনেজ। তবে গোল পোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায় তা।
দুই মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯তম মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের পাসে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫৩তম মিনিটে সমতা ফেরায় মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ।
মায়ামি সুযোগ হাতছাড়া করলেও শিকাগো এবার তা হতে দেয়নি। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দুটি গোলই করেন ম্যারেন হেলি সেলাসি। ৬২তম মিনিটে এগিয়ে যাওয়ার ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করেন সুইস এই ফুটবলার।
ম্যাচ থেকে ছিটকে পড়া মায়ামির জালে ৮ মিনিট পর বল পাঠান সুইজারল্যান্ডের শাকিরি। ম্যাচে তার এটি দ্বিতীয় গোল।
সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগের তিন ম্যাচেও জয়ের দেখা পায়নি মায়ামি।
এমএস
আপনার মতামত লিখুন :