• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৫, ২০২৩, ১২:২৪ পিএম
উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ঢাকা : আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। বিশ্ব আসরের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের অধিনায়কেরই লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদে ১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের যাত্রা।

যদিও দুই দলেই রয়েছে চোটের সমস্যা। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি থাকছেন না এই ম্যাচে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও স্যাম কারানের ওপর। আর স্পিনে নেতৃত্ব দেবেন লেগস্পিনার আদিল রশিদ।

অন্যদিকে, কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা। আর স্পিনে থাকবেন মিচেল স্যান্টনার ও ইশ সোদি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস/হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : উইল ইয়ং, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এমটিআই

 

Wordbridge School
Link copied!