• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
বিশ্বকাপ-২০২৩

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুখবর দিল বিসিসিআই


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৮, ২০২৩, ০৩:৩৬ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুখবর দিল বিসিসিআই

ঢাকা: বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ অক্টোবর এই ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। 

দর্শকখরা নিয়ে ভারতের মাটিতে ইতোমধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে টিকিট দিয়েও গ্যালারিতে দর্শক টানতে পারছে না আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

তাই টিকিট বিক্রি নিয়ে অস্বচ্ছতা ও কালোবাজারির অভিযোগ তুলছেন অনেকেই। বিষয়টি আর ক্রিকেটাঙ্গনে সীমিত নয়, আলোচনা চলছে দেশটির রাজনৈতিক মহলেও। এরই মাঝে বিসিসিআই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আরও ১৪ হাজার টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে।

এদিকে, শনিবার (৭ অক্টোবর) রাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারত-পাক ম্যাচের আরও ১৪ হাজার টিকিট ছাড়া হবে। রোববার (আজ) দুপুর ১২টা থেকে অনলাইনে সেই টিকিট কেনা যাবে। আগের নিয়মেই অনলাইনে সেই টিকিট কাটতে হবে।’ বোর্ডের এই ঘোষণা টিকিট প্রত্যাশী ক্রিকেট ভক্তদের মুখে নিঃসন্দেহে হাসি ফোটাবে। কিন্তু তাতেও বিতর্ক কমছে না।
 
এতদিন টিকিটের জন্য এত হাহাকার ছিল, তাহলে এখন ভারত-পাক ম্যাচের ১৪ হাজার টিকিট এলো কিভাবে? কেউ কেউ বলছেন, বিতর্ক ধামাচাপা দিতে স্পন্সরদের জন্য যে টিকিট রাখা হয়েছিল, সেগুলোই এখন সমর্থকদের দেওয়া হচ্ছে কিনা!

এআর

Wordbridge School
Link copied!