• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বিশ্বকাপ-২০২৩

ফর্মহীন ফখরকে আর কত টানবে পাকিস্তান, প্রশ্ন রমিজের


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৮, ২০২৩, ০৫:০৯ পিএম
ফর্মহীন ফখরকে আর কত টানবে পাকিস্তান, প্রশ্ন রমিজের

ঢাকা: শেষ ১১ ওয়ানডে ইনিংসে ১৮.৩৬ গড়ে ২০২ রান করেছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটসম্যানের জন্য হতাশার। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দলকে চাপে ফেলে ফখর আউট হয়েছেন ১৫ বলে ১২ রান করে। 

এই ম্যাচের পর আবার তার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা। সামনের ম্যাচগুলোয় ফখরকে বিশ্রাম দেওয়ার পরামর্শও দিয়েছেন রমিজ। রমিজের মতো এতটা কঠোর না হলেও ফখরের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কথা বলেছেন ওয়াসিম আকরাম-শহীদ আফ্রিদি-মিসবাহ-উল-হকরা।

এশিয়া কাপে ব্যর্থতার পর থেকেই ফখরের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট ছিলেন রমিজ। তখন রমিজ বলেছিলেন, ফখরের উচিত নিজে থেকে সরে যাওয়া। 

এবারও নেদারল্যান্ডস ম্যাচের পর আবার ফখরকে একহাত নিয়েছেন রমিজ, ‘পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি ফখর জামানকে এভাবেই টেনে নিবে? কারণ, আমার মনে হয় না তার ফর্ম খুব দ্রুত ফিরে আসবে। তার ব্যাটিং স্টাইল আন-অর্থোডক্স। আড়াআড়ি ব্যাট আসে এবং হ্যান্ডেলে গ্রিপ করাটাও বেশ অদ্ভুত। নিজের দিনে সে যে ম্যাচ উইনার এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আন-অর্থোডক্স খেলোয়াড় যখন ফর্মহীন হয়, তবে তাদের ফিরে আসতে সময় লাগে। আমার কাছে ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সে এখন অফ ফর্মে আছে। সামনের ম্যাচগুলোয় এখন তার বিকল্প দেখা উচিত।’

ফখরের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও, ‘ফখর আবারও ধীরগতির বলে উইকেট দিয়ে এসেছে। আপনি যখন ছন্দহীন থাকেন, তখন ৫০ ওভারের ম্যাচে আপনার একটু দেখেশুনে খেলা উচিত। কিন্তু সে সারাক্ষণ খোঁচা দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। মঈন (সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খান) সেদিন বলছিল, যখন কেউ ছন্দহীন থাকে, তখন তার উচিত ব্যাট নিচে নামিয়ে খেলা।’

আরেক সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য ওপেনিং জুটি নিয়েই দুশ্চিন্তা করার কথা বলেছেন, ‘পাকিস্তানের জন্য এটা দুশ্চিন্তার। ফখর আগে থেকেই অফ ফর্ম ছিল, এখন ইমামেরও একই অবস্থা। ইমাম গত ৩-৪ ম্যাচে এমনভাবে আউট হয়েছে, এভাবে সে আসলে আউট হয় না। এটা নিয়ে পাকিস্তানের ভাবতে হবে।’

সাবেক অধিনায়ক আমির সোহেল ফখরের সমস্যা চিহ্নিত করে বলেছেন, ‘আমি তাকে লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে দেখে আসছি। আমি দেখেছি সে ফর্মে আসার জন্য মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ জন্য সে নানা কিছু করছে। আমরা মনে হয়, সে ব্যাটিংয়ের সময় ভারসাম্য রাখতে পারছে না। আমার মনে হয়, এটা তার ঠিক করা উচিত।’
 
এআর

Wordbridge School
Link copied!