• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস: পরিসংখ্যানে কে এগিয়ে


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০২৩, ০৯:৩৯ এএম
দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস: পরিসংখ্যানে কে এগিয়ে

ঢাকা: চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ হ্যাটট্রিক জয়ের খোঁজে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে তেম্বা বাভুমার দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাবটি শুরু হবে।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। এতে শতভাগ জয় প্রোটিয়াদের।

ওয়ানডে ফরম্যাটে সবমিলিয়ে ৭ বার দেখা হয়েছে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার। এতে ৬ জয় প্রোটিয়াদের। ওরেঞ্জিরা জয় পায়নি একটিও। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিরপেক্ষ ভেন্যুতে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছে দুই দল। এতে শতভাগ সাফল্য দক্ষিণ আফ্রিকার।

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। মোট চারবার শেষ চারে লড়লেও ফাইনালে পৌঁছাতে পারেনি প্রোটিয়ারা। ২ বার কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে দক্ষিণ আফ্রিকার।

১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ অভিষেক হয় নেদারল্যান্ডসের। এরপর ২০০৩, ২০০৭ এবং ২০১১ আসরে অংশ নেয় ডাচরা। চারবার বিশ্বকাপ খেলে কোনোবারই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি নেদারল্যান্ডস।

এমএস

Wordbridge School
Link copied!