• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সানিয়া মির্জার নতুন ইঙ্গিত


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০২৩, ০৩:৪১ পিএম
শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সানিয়া মির্জার নতুন ইঙ্গিত

ঢাকা : বিগত কয়েক মাস ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। মাঝে কিছু দিন ধামাচাপা পড়েছিল গুঞ্জনটি। তারা একসঙ্গে অনুষ্ঠানও করেছেন।

এমনকি ছেলের জন্মদিনে সানিয়া ও শোয়েবকে একসঙ্গে দেখাও গেছে। জানা গেছে, কিছু চুক্তির জন্য তারা আইনত ডিভোর্সের পথে হাঁটতে পারছেন না। এবার তাদের সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত দিলেন সানিয়া মির্জা।

সম্প্রতি সানিয়া তার ইনস্টাগ্রামে একটি স্টোরি আপলোড করেন। যেখানে লেখা— ‘আমি যদি যোগাযোগ করি, তার মানে আমি কেয়ার করি। আমি যদি চুপ থাকি, তার মানে আমি আর নেই।’

২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। বর্তমানে শোনা যাচ্ছে, দুজনে আলাদা থাকেন। ইজহান কো-প্যারেন্টিংয়ে থাকেন। কোনো পক্ষই কিছু বলেননি এই অভিযোগগুলোর বিষয়ে।

ফলে তাদের মধ্যে সম্পর্কে এই বিতর্ক নিয়ে তাদের ভক্তরা নজর রাখছেন সোশ্যাল মিডিয়ার দিকে।

সানিয়া কিছু দিন আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়েতে অংশ নেন। তবে সেখানে ছিলেন না শোয়েব মালিক। যারপর আরও প্রশ্ন উঠতে থাকে তাদের সম্পর্ক নিয়ে। সেই প্রশ্ন আরও বাড়িয়ে দিল সানিয়ার ইনস্টাগ্রাম পোস্ট। যদিও সানিয়া স্টোরিতে পোস্ট করেছেন, ফলে সেটি ২৪ ঘণ্টা পর ডিলিট হয়ে গেছে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!