ঢাকা: চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে স্বাগতিক ভারত। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে অস্বস্তিতে আছে বাংলাদেশ। তবে আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক ঘোষণা দিয়েছে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি।
গত ১৪ অক্টোবর বিশ্বকাপের মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টানা বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে এক ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, 'ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।'
বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, 'ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।'
ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, 'ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।'
এমএস