ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬৮ রানের রেকর্ড তাড়ায় উড়ন্ত সূচনা করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক।
এরই মধ্যে তারা দুজনে তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটিও। তবে স্টয়নিসের জোড়া আঘাতে হঠাৎ চাপে পাকিস্তান। এর উপর জাম্পার বলে আউট হয়ে গেছেন অধিনায়ক বাবর আজমও। ফেরার আগে ১৪ বলে ১৮ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এর আগে ৬১ বলে ৬৪ করে আউট হয়েছেন আবদুল্লাহ শফিক। এর কিছুক্ষণ পর ইমাম উল হকও বিদায় নেন। এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হন ৭১ বলে ৭০ রান করে।
পাকিস্তানের স্কোর ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান। ক্রিজে আছেন রিজওয়ান-সৌদ শাকিল। এর আগে টস হরে প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ডেভিড ওয়ার্নার (১৬৩) ও মিচেল মার্শ (১২১) জোড়া সেঞ্চুরি করেন।
উদ্বোধনী জুটিতে ২৫৯ করে বিশ্বকাপে রেকর্ড রান করার জোড়া সম্ভাবনা তৈরি করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ১০৮ রানে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানে ইনিংস থামায় অস্ট্রেলিয়া।
এআর