• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শঙ্কা উড়িয়ে অনুশীলনে তাসকিন-সাকিব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০২৩, ০৪:০৯ পিএম
শঙ্কা উড়িয়ে অনুশীলনে তাসকিন-সাকিব

ঢাকা: প্রথমবারের মতো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হয় এই অনুশীলন। 

দলের মধ্যে চোট নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে। শোল্ডার ব্যথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ঊঁরুর চোট রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। তবে মুম্বাইতে দুইজনকে দেখা গেল ফুরফুরে মেজাজে। অনুশীলনে তাদের উপস্থিতি কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের।

সাকিব-তাসকিনরা এদিন শুরু করেন ফুটবল অনুশীলনের মাধ্যমে। যেখানে দুই দলে ভাগ হয়ে গা গরমে নেমে পড়েন তারা। এদিন শুরু থেকেই ব্যাটিং করতে দেখা গেছে লিটন দাস, শেখ মেহেদীকে।

ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। তবে বল হাতে এখনো দেখা যায়নি তাসকিনকে। মঙ্গলবার সাউথ আফ্রিকা ম্যাচে যে এই পেসার থাকছেন না সেটা অবশ্য বলাই যায়।

চলমান বিশ্বকাপে তিন ম্যাচে খেলে এখন পর্যন্ত কোনো দিনই পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তাসকিন। জানা গেছে আফগানিস্তান ম্যাচ থেকেই ভুগছেন হাতের ব্যথায়। করিয়েছেন স্ক্যান, তবে রিপোর্টের ব্যাপারে বিসিবি এখনও তেমন কিছুই নিশ্চিত করে জানায়নি।

এদিকে সাকিবের চোটের বিষয়েও নিদিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন টাইগার এই অধিনায়ক।

এআর

Wordbridge School
Link copied!