ঢাকা: বিশ্বমঞ্চে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে এখন ভারতের মুম্বাইয়ে লাল-সবুজেরা। সেখানে রোববার (২২ অক্টোবর) দলীয় অনুশীলন সেরেছে সাকিব বাহিনী।
এদিকে সাগর তীরবর্তী শহর মুম্বাই। যে কারণে সেখানে আর্দ্রতা অন্য যেকোনো শহরের তুলনায় অনেক বেশি। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে প্রায় ৩৯ ডিগ্রি গরম অনুভূত হচ্ছিল। আর এ গরমে সঙ্গে বেশ বাতাস বইছিল। যে কারণে প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন গরমের সঙ্গে মানিয়ে নিতে না পেরে মাথা ঘুরে পড়ে যান টাইগারদের সহকারী ফিল্ডিং কোচ। প্রচণ্ড গরমের কারণে পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন হেড কোচ চণ্ডিকা হাথুরেসিংহেও। তাই অনুশীলনে না এসে টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন তিনি।
হাথুরু না থাকায় সহকারী কোচ নিক পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন করেছে টাইগাররা। প্রধান কোচ ছাড়া বাকি সব কোচিং স্টাফই সেখানে উপস্থিত ছিলেন।
এদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করেন লিটন-হৃদয়রা। দুই দলে ভাগ হয়ে সেখানে অনুশীলন সেরেছেন তারা। শুরু থেকেই লিটন দাস ও শেখ মেহেদীকে ব্যাটিং করতে দেখা গেছে। অন্যদিকে ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
এদিকে শঙ্কা উড়িয়ে অনুশীলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেন্টার উইকেটে ব্যাটিং করেন সাকিব। হাঁকান বড় বড় ছক্কা। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাকিব খেলবেন কি না, তা এখনও নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন সাকিব।
এআর