• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি না, জানালেন সাকিব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০২৩, ০৭:২৩ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি না, জানালেন সাকিব

ঢাকা: বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে মুখিয়ে টাইগাররা। তবে ইনজুরি নিয়ে আছে দুশ্চিন্তা।

চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর গেল দিন দশেক বিশ্রামের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন। তবে সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে বড় ঝুঁকির শঙ্কায় খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা।

ম্যাচের আগের দিন আজ (সোমবার) মুম্বাইতে সংবাদ সম্মেলনে এসে সাকিব নিজেই জানালেন সবকিছু ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি।

সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য এখনই কিছু বলতে চান না, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে কোনো মন্তব্য না করাই ভালো। খেলা শেষ হলেও দিতে পারব।’

সাকিবের আগে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। সাকিব প্রসঙ্গে তিনি জানান, 'আমার মনে হয় সে (সাকিব) খেললে আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন এবং সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়কেই মাথায় রাখতে হবে আসলে।'

এআর

Wordbridge School
Link copied!