• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুক চিতিয়ে লড়ে মাহমুদউল্লাহর সেঞ্চুরি 


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৪, ২০২৩, ১০:৩৩ পিএম
বুক চিতিয়ে লড়ে মাহমুদউল্লাহর সেঞ্চুরি 

ঢাকা: দলের বিপর্যয়ে বুক চিতিয়ে লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হারের ব্যবধান কমানোর পাশাপাশি করলেন অনবদ্য এক সেঞ্চুরি। শর্ট বলে ফাইন লেগে খেলে সিঙ্গেলে মাহমুদউল্লাহ পেয়েছেন সেঞ্চুরি! উদ্‌যাপনে লাফ দিয়েছেন, এরপর আঙুল দিয়ে ইশারা করেছেন ওপরের দিকে। এরপর দিয়েছেন সেজদা। 

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন তিনি। ২০১৫ সালে টানা দুই ম্যাচে ১০০ পেরিয়েছিলেন। মাহমুদউল্লাহর পরের সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৭ সাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সেঞ্চুরিই ছিল মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের সর্বশেষ। 

আজ আরেকটির দেখা পেলেন তিনি। অথচ বিশ্বকাপের আগে এশিয়া কাপের দলেও ছিলেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ফেরানো হয়। এরপর বিশ্বকাপ দলেও জায়গা পান। 

আগের দুই ম্যাচে লড়াই করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি সেভাবে। আজ ছয়ে এসেছিলেন। দলের অবস্থা সুবিধার ছিল না মোটেও। এখনো যে আছে, তা নয়। তবে লড়াইটা চালিয়ে গেছেন মাহমুদউল্লাহ। এমন দিনে ব্যক্তিগত অর্জনই হতে পারে বাংলাদেশের সান্ত্বনা!
 
এআর

Wordbridge School
Link copied!