ঢাকা: চলমান বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে বাংলাদেশ। জয় মাত্র একটিতে, আফগানিস্তানের বিপক্ষে। এখনও বাকি চারটি ম্যাচ। ভারত বিশ্বকাপে অধিনায়ক সাকিব আল হাসান সেমিফাইনালের আশা ছেড়ে দিলেও কাগজে-কলমে এখনো জিইয়ে আছে তাদের স্বপ্ন।
তবে এর জন্য সাকিববাহিনীকে জিততে হবে বাকি চারটি ম্যাচের চারটিতেই। এখানেই শেষ নয় হিসাব-নিকাশ। টাইগারদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর দিকেও। সেমিফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে বাংলাদেশকে বিশ্বকাপে আগে যা করতে হয়নি তাই করতে হবে। ওয়ানডে বিশ্বকাপে তিনটি ম্যাচের বেশি কখনোই জেতেনি তারা। তবে এবার লড়াইয়ে টিকে থাকতে হলে জিততে হবে চারটি ম্যাচ।
সেমিফাইনালের পথে প্রথমেই তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার দিকে। বাংলাদেশ বাকি চারটি ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্ট হবে ১০। আর যদি বাকি ম্যাচগুলোর মধ্যে একটি ম্যাচ হারে তাহলে তাদের পয়েন্ট হবে ৮। এই ৮ পয়েন্ট নিয়ে সেমিতে পা দিতে হলে তাহলে কিউই এবং প্রোটিয়াদের বাকী ম্যাচগুলোর সবগুলোতেই হারতে হবে। তবে সেই ক্ষেত্রে পয়েন্ট টেবিলের ওপরের দিকে চলে আসবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এই দুই দলের কোনো একটিকে টপকে সেমিফাইনালে ওঠার হিসাবটা তাই একটু বেশিই জটিল।
চার নম্বর অবস্থানের জন্যই তাই নজর থাকবে বাংলাদেশের। এই দৌড়ে টাইগারদের প্রতিযোগিতা হবে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে। অস্ট্রেলিয়ার আজকের খেলা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ছয়। এরপর বাকি চার ম্যাচের দুটিতেই হারতে হবে অজিদের। তাহলে তাদের পয়েন্ট যদি ১০ হয়, বাংলাদেশেরও একই পয়েন্ট। তখন রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে।
পাকিস্তান এবং আফগানিস্তানের ব্যাপারেও হিসাবটা অনেকটা একই রকমের। দুদলেরই দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন পর্যন্ত ৪। বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে এই দুইদলকে বাকি চার ম্যাচের কমপক্ষে দুটি ম্যাচে হারতেই হবে। এদিকে ইংল্যান্ড, শ্রীলংকাকেও বাকি ৫ ম্যাচের দুটিতেই হারতে হবে।
হিসাবটা একটু জটিল হলেও, এখনও অসম্ভবকে সম্ভব করতে পারলেই সেমিফাইনালের স্বপ্ন সফল হবে বাংলাদেশের।
এমএম
আপনার মতামত লিখুন :