• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘটতে পারে যে কোনো কিছুই, আশাবাদী তাসকিন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৭, ২০২৩, ০৫:০৬ পিএম
ঘটতে পারে যে কোনো কিছুই, আশাবাদী তাসকিন

ঢাকা: কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কাগজে-কলমে ও র‌্যাঙ্কিংয়ে ডাচরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও স্কট এডওয়ার্ডসের দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। সংবাদ সম্মেলনে সেমিফাইনালের প্রসঙ্গ উঠতেও হেসে ফেলেছেন তাসকিন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্ন যেহেতু বড় ধাক্কা খেয়েছে, আগামী ৪ ম্যাচে দলের কি লক্ষ্য থাকবে?

তাসকিনের উত্তর, ‘আশা এখনো শেষ হয়নি। এখনো ৪ ম্যাচ আছে এবং আমরা যদি এই ৪ ম্যাচ জিততে পারি, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে। কারণ, রানরেটের হিসাব আছে।’

তাসকিন এরপর ব্যাখ্যা করলেন, ‘ইংল্যান্ড দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে। তাই আমরা ৪টি ম্যাচ জিততে পারলে দৃশ্যপট পাল্টেও যেতে পারে। কিন্তু এখন আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। সেটি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই। তবে এখনো হাতে ৪ ম্যাচ আছে এবং আমরা এসব ম্যাচে ভালো করতে চাই।’

তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-ক্রিকেটের এই তিন বিভাগের কোথায় কোথায় ভুল হচ্ছে বলে মনে করেন? উত্তরে তাসকিন বলেছেন, ‘ফিল্ডিংয়ে টুর্নামেন্টজুড়েই আমরা ভালো করছি। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। তাই এ দুটি বিভাগে উন্নতির অনেক জায়গা আছে। আমরা জানি, যেভাবে খেলছি আমরা, তার চেয়ে ভালো দল ও সামর্থ্যও আছে। কিন্তু এটা ঠিক ভালো করতে পারছি না। তাই আগামী চার ম্যাচেই ভালো করতে চাই।’

বিশ্বকাপে আগামীকালই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে। ভারতের এই মাঠে তাসকিন একটি টেস্ট খেলেছেন। এবার ওয়ানডে খেলতে এসে উইকেট কেমন দেখলেন প্রশ্নে তাসকিনের জবাব, ‘আগামীকাল আমরা এখানে (ইডেন গার্ডেনে) বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলব। তাই এখানে আগে কোনো ম্যাচ আমরা দেখিনি। সম্ভবত উইকেট খুব ভালো হবে। স্পোর্টিং উইকেট আশা করছি। 

এআর

Wordbridge School
Link copied!