• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

৭৭১ রানের ম্যাচে তীরে এসে তরী ডুবল নিউজিল্যান্ডের


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৮, ২০২৩, ০৭:২০ পিএম
৭৭১ রানের ম্যাচে তীরে এসে তরী ডুবল নিউজিল্যান্ডের

ঢাকা: চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় স্কোরের ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। ৭৭১ রানের ম্যাচে তীরে এসে তরী ডুবেছে নিউজিল্যান্ডের।

লক্ষ্যটা ছিল বিশাল। ৩৮৯ রানের টার্গেটে খেলেও শেষ বল পর্যন্ত হাল ছাড়লো না নিউজিল্যান্ড। যদিও শেষ বলে এসে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারলো কিউইরা।

৭৭১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার। এই জয়ে সেমির লড়াইয়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রেখেছে প্রাট কামিন্সের দল। বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই জয়ের লক্ষ্যে ব্যাট করতে থাকেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ওপেনিং জুটিতে ৬১ রান করেন তারা।

১৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান কনওয়ে। এরপর ১১ রান তুলতে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার পেসার হ্যাজলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ হয়ে ফেরেন ইয়ং (৩৭ বলে ৩২)। তবু দুরন্ত গতিতে এগিয়ে যায় কিউইদের স্কোরবোর্ড।

এরপর দলের হাল ধরেন ডেরেইল মিচেল ও রাচিন রাবিন্দ্রা। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার সংগ্রহ করেন ৮৬ বলে ৯৬ রান। মিচেল তুলে নেন দুর্দান্ত ফিফটি। তবে ফিফটি করার পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৫১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এডাম জাম্পার বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

অধিনায়ক টম লাথামও ভালোই শুরু করেছিলেন। কিন্তু উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। জাম্পার বলে হ্যাজলউডের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ২২ বলে ২১ রান করেন তিনি।

চার উইকেট হারালেও নিউজিল্যান্ডের রান তোলার গতিতে তেমন কোনো প্রভাব ফেলতে দেননি। রান তাড়ায় দলকে এগিয়ে নিতে থাকেন রাবিন্দ্রা ও গ্লেন ফিলিপস।

শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১৯ রান। বোলিংয়ে সময় বেশি নিয়ে ফেলার শাস্তি হিসেবে বাউন্ডারি সীমানায় অস্ট্রেলিয়ার ফিল্ডার তখন মাত্র ৪ জন। মিচেল স্টার্কের ৫ ওয়াইড আর জিমি নিশাম-ট্রেন্ট বোল্টদের তিনটি ডাবলসে সমীকরণটা নেমে আসে ২ বলে ৭ রানে। 

কিন্তু পঞ্চম বলে স্টার্কের কোমর-উচ্চতার ফুল টসে নিশাম না পেরেছেন বড় শট খেলতে, না পেরেছেন ২ রান নিতে। নিশামের রান আউটের পর শেষ বলে ছয়ের হিসাব মেলাতে পারেননি লকি ফার্গুসন। অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়ায় কিউইদের ইনিংস থামে ৩৮৩ রানে। রুদ্ধশ্বাস সমাপ্তির ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নেয় ৫ রানে।

ধর্মশালায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াইয়ে দুই দল মিলে উঠেছে ৭৭১ রান, যা বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। ভেঙে গেছে এবারের আসরেই দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের ৭৫৪ রানের রেকর্ড।

টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা চার জয় তুলে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। ছয় ম্যাচ শেষে চার জয়ে ৮ পয়েন্ট নিউজিল্যান্ডেরও।

এর আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শেষে ঝড় তুললেন নিউজিল্যান্ডের বোলাররা। ৬ উইকেটে ৩৮৭ রান থেকে ৩৮৮ রানেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। মাত্র ১ রানের ব্যবধানে পড়লো ৪ উইকেট।

এআর 

Wordbridge School
Link copied!