ঢাকা: তিন বলের মধ্যে দুবার সুযোগ দিলেন স্কট এডওয়ার্ডস। দুবারই ক্যাচ নিতে ব্যর্থ হলো বাংলাদেশের ফিল্ডাররা। শূন্য রানে জীবন পেয়ে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন নেদারল্যান্ডস অধিনায়ক।
লক্ষ্যটা তবু নাগালেই ছিল। কিন্তু ফের হতশ্রী ব্যাটিংয়ের প্রদর্শনীতে আরেকটি হারের হতাশায় ডুবল সাকিব আল হাসানের দল।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ডাচদের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ২৩০ রানের লক্ষ্যে তারা গুটিয়ে গেছে স্রেফ ১৪২ রানে।
এই হারের কোন ব্যাখ্যা হয় না। সেই ব্যাখ্যা সাকিব আল হাসানও জানেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে যেভাবে শুরু করেছিলেন ঠিক সেভাবেই বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছে এবার অন্যান্য দলগুলো।
বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হার। এবার খর্ব শক্তির নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের বড় পরাজয়। এই দলটিকে দেখে সাকিবের ঠিক বাংলাদেশ দল বলে মনে হচ্ছে না যারা কয়েক মাস আগেও ফর্মের তুঙ্গে ছিল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’
নেদারল্যান্ডসকে আরো কম রানের ভেতর আটকে না রাখতে পারার আক্ষেপ ঝড়েছে সাকিবের কণ্ঠে। সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা বোলিং ভালো করেছি। তাদেরকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ধুঁকতে থাকা পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেও কি জয় পাবে বাংলাদেশ? খেলোয়াড়রাও সেটা বোধহয় বিশ্বাস করেন না।
এআর