• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দয়া করে মাহমুদুল্লাহকে ওপরে খেলাও: ওয়াসিম আকরাম


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৯, ২০২৩, ০৪:১৫ পিএম
দয়া করে মাহমুদুল্লাহকে ওপরে খেলাও: ওয়াসিম আকরাম

ঢাকা: টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। সবশেষ গতকাল নেদারল্যান্ডসের কাছেও হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।

তবে বাংলাদেশের এমন পরাজয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু নেদারল্যান্ডস ম্যাচ নয়, এর আগের ম্যাচগুলোতে তার ব্যাটিং অর্ডার নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এমন একজন সিনিয়র ব্যাটারকে কখনো আটে, কখনো সাতে আবার কখনো ছয়ে খেলানো হচ্ছে। অভিজ্ঞ এই ব্যাটারকে আদৌ কি সঠিকভাবে ব্যবহার করতে পারছে বাংলাদেশ?

এর আগের ম্যাচে ৬ নম্বর নেমে শতক করা মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডারের উন্নতি তো হয়নি, উল্টো গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন ৭ নম্বরে।

পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এবার মাহমুদুল্লাহকে ওপরে খেলাতে অনুরোধ করলেন। গতকাল মাহমুদুল্লাহ যখন ক্রিজে আসেন ততক্ষণে ৬৯ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। যদিও মাহমুদুল্লাহ আউট হয়েছেন ২০ রান করে।

মাহমুদুল্লাহর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে ওয়াসিম আকরাম বলেছেন, দয়া করে মাহমুদুল্লাহকে ওপরে খেলাও।

শুধু মাহমুদুল্লাহ প্রসঙ্গ নয়, আকরাম কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে। তিনি বলেন, বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে। 

এআর

Wordbridge School
Link copied!