ঢাকা: বাঙালি হওয়ার সুবাদে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আলাদা টান অনুভব করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নানা সময়ে সেই কথা নিজেও বলেছেন। নিজের তাবু ক্রিকেটের নন্দনকানন ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে ভারতের সফলতম অধিনায়ক ছুটে এসেছিলেন।
কিন্তু মহারাজকে পাওয়া যায়নি চেনা চেহারায়। আগে বিসিআইয়ের সভাপতি ছিলেন। চাইলেই অনেক কিছু করতে পারতেন। এখন কেবল সিএবি’র সদস্য। চাইলেও অনেক কিছু করা যায় না। তাইতো পরিচিত একজন দক্ষিণ আফ্রিকা-ভারতের ম্যাচের টিকিট চাইতেই তার উত্তর, ‘আমি তো এখন বিসিসিআইয়ের সভাপতি নই। টিকিট পাওয়া তো কঠিন।’
নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের বিব্রতকর হার। নেদারল্যান্ডসের স্মরণীয় দিন বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন। হারের দায় অধিনায়ক নিয়েছেন। কিন্তু এর পেছনে কত বিতর্কিত ঘটনাই না ঘটে গেছে। বিশ্বকাপের শুরু থেকে এখন অব্দি আলোচনায় তামিম ইকবালকে দলে যুক্ত না করা। যা নিয়ে কথা বলতে হলো গাঙ্গুলিকেও। তামিমের অভিজ্ঞতা বাংলাদেশ অনুভব করছে বলেই মন্তব্য তার।
তবে একজন খেলোয়াড়ের ওপর অতি নির্ভরতা দলকে পিছিয়ে দিতে পারে সেই কথাও বলতে ভুল করলেন না ইডেনের মহারাজ, ‘একটা খেলোয়াড়ের ওপর তো সব ডিপেন্ড করে না। কিন্তু ও ভালো প্লেয়ার। আমি জানি না কেন নেই। কেন নেয়নি?’ তামিমকে না নেওয়ার পেছনে যে কারণ ব্যাখ্যা করা হয়েছিল তা ছিল, চোট নিয়ে উদ্বেগ। কিন্তু সেই উদ্বেগ এতোটাও গুরুতর ছিল না যে পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলতে পারবেন না সাবেক অধিনায়ক। পরবর্তীতে তামিমের তরফ থেকে জানা যায়, নিজ থেকেই সরে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
কেননা তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা নিয়ে বোর্ডের শীর্ষ মহল থেকে ফোন এসেছিল। অধিনায়ক ও কোচের থেকে কোনো বার্তা পাননি তিনি। পেশাদার দল হিসেবে যে কাজগুলো অধিনায়ক ও কোচের করার কথা সেসব যখন বোর্ডের কেউ করেন তখন তা খেলোয়াড়ের জন্য অসম্মান, অশোভনমূলক তা স্পষ্ট বলেছেন তামিম।
মাঠের খেলায় বাংলাদেশ পারেনি ঠিকই। ধরা পড়েছে নানা অসঙ্গতি। ভারতের ক্রিকেটের খোলনলচে পাল্টে দেওয়া গাঙ্গুলি অবশ্য আশা হারাতে মানা করলেন, ‘ডেভোলাপিং নেশন তো, এরকম হবেই...।’
ভারতীয় ক্রিকেটকে একধাপ ওপরে নিয়ে যাওয়ার পেছনে গাঙ্গুলির অবদান বিরাট। সেখান থেকে মাহেন্দ্র সিং ধোনি গিয়ার শিফট করে আরও উপরে তুলেছেন। আইসিসি ইভেন্টের তিনটি শিরোপা জিতেছেন। টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। সেখানে থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মা অনেক চেষ্টা চালালেও এখনও শিরোপার মুখ দেখেনি। এবার ঘরের মাঠে সেই সুযোগটি এসেছে। দুর্বার গতিতে ছুটে চলছে ভারত। রোহিত-কোহলি রান পাচ্ছেন। সামি-বুমরাহরা উড়ন্ত। জাদেজা-গিলরা দলকে করেছেন আরও সমৃদ্ধ।
গাঙ্গুলি এখনই শিরোপা নিয়ে ভাবছেন না। সামনে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ আছে তাদের নিয়ে ভাবতে বললেন, ‘চ্যাম্পিয়ন ইজ টু ফার। আগে সেমিফাইনালে উঠুক। এখন তো লিগ স্টেজ, নক আউট স্টেজে যাক। ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবে অস্ট্রেলিয়া।’
এআর