• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ক্লাসিকোয় ভিনিসিউসের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করবে বার্সা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩০, ২০২৩, ১২:০৫ পিএম
ক্লাসিকোয় ভিনিসিউসের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করবে বার্সা

ঢাকা : মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে বার্সেলোনা।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রেয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।

ওই গোলের পরপরই ভিনিসিউসকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। তখনই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

পরদিন বার্সেলোনা এক বিবৃতিতে অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছে।

প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় ফুটবল এবং খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে এবং আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করব।

লা লিগাও তদন্ত করবে বলে জানিয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে।

লা লিগায় ভিনিসিউসের বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। ওই মৌসুমে লিগে তাকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়।

গত সপ্তাহে সেভিয়ার মাঠে ভিনিসিউসের সঙ্গে বর্ণবাদী আচরণ করা এক দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয় সেভিয়া।

এমটিআই

Wordbridge School
Link copied!