• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এমবাপের জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩০, ২০২৩, ১২:১০ পিএম
এমবাপের জোড়া গোলে পিএসজির রোমাঞ্চকর জয়

ঢাকা : কিলিয়ান এমবাপের স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকালেন ব্রেস্তের গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত হলো না। ফিরতি বল ফাঁকা জালে পাঠিয়ে উল্লাসে মাতলেন ফরাসি তারকা। পয়েন্ট হারানোর শঙ্কা উড়িয়ে রোমাঞ্চকর জয় পেল পিএসজি।

প্রতিপক্ষের মাঠে রোববার লিগ আঁর ম্যাচে ৩-২ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করে তাদের নায়ক এমবাপে।

১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির গোলে ষোড়শ মিনিটেই এগিয়ে যায় পিএসজি।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ক্লাব ক্যারিয়ারে এটি তার ২৫০তম গোল।

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিরতির আগে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান স্টিভ মুনিয়ে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবার পিএসজির জালে বল, সমতা টানেন জেরেমি লু ডোয়াহোন।

আর কিছুতেই মিলছিল না গোল। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রন্দাল কোলো মুয়ানিকে ব্রেস্তের একজন বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতাহাতিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ব্রেস্তের তিন জন, পিএসজির দুজন।

এরপর প্রথমে এমবাপের পেনাল্টি মিস এবং সেখান থেকে জয়সূচক গোল।

১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নিস।

এমটিআই

Wordbridge School
Link copied!