• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরিসংখ্যানে কে এগিয়ে ভারত নাকি আফ্রিকা?


স্পোর্টস ডেস্ক নভেম্বর ৫, ২০২৩, ০১:৪৭ পিএম
পরিসংখ্যানে কে এগিয়ে ভারত নাকি আফ্রিকা?

সংগৃহীত ছবি

ঢাকা : চলতি বিশ্বকাপের অনেক আগে থেকেই উন্মাদনা ছিল ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। সেই মহারণ মোটেও জমেনি। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকরা ম্যাচটি জিতেছিল একপেশে মনোভাবে। সেই হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

দারুণ ছন্দে থাকা দুই দলই আজ রোববার (০৫ নভেম্বর) শক্তির পরীক্ষায় মুখোমুখি হবে। বিশ্বকাপে তাদের মুখোমুখি হওয়ার পরিসংখ্যান কথা বলছে প্রোটিয়াদের পক্ষে।

কলকাতার ইডেন গার্ডেন্সে অলিখিত এই ‘ফাইনাল’ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। ভারত-দক্ষিণ আফ্রিকা দারুণ ফর্মে উড়তে থাকায় ক্রিকেট মহলেও রয়েছে বাড়তি আকর্ষণ। ২০১১ বিশ্বকাপেও অনেকটা এমন পরিস্থিতিতেই মুখোমুখি হয়েছিল দু’দল। সে আসরে গ্রুপ পর্বে ওই একটি ম্যাচই হেরেছিল ভারত। সে প্রেক্ষিতে পুরনো স্মৃতিও চারণ করছেন অনেকে। যদিও সেবার স্বাগতিক ভারতই পরে শিরোপা উৎসব করেছিল।

এবারও প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিক ভারত ৭ ম্যাচের সবক’টি জিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। কোনো দল তাদের চ্যালেঞ্জেই ফেলতে পারেনি। ডাচদের বিপক্ষে আপসেট বাদ দিলে দক্ষিণ আফ্রিকাও আসরজুড়ে দাপট দেখাচ্ছে। দুর্দান্ত ছন্দে থাকা দু’দল আজ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামছে। ১৪ পয়েন্ট নিয়ে ভারত অবশ্য শীর্ষেই আছে। সবার আগে তারাই সেমি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ডের হারে সেমি নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদেরও। ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে। আজ জিততে পারলে নেট রানরেটের হিসাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেরও দখল নেবে তারা।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫০টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪৭টি ম্যাচ গেছে ভারতের দখলে। বাকি তিনটি ম্যাচের কোনো ফল পাওয়া যায়নি।

বিশ্বকাপেও আফ্রিকানদের ম্যাচ জয়ের পাল্লাটা ভারী। এখন পর্যন্ত প্রোটিয়ার বিপক্ষে পাঁচটি ম্যাচের তিনটিতেই হেরেছে টিম ইন্ডিয়া। তবে ভারত তাদের শেষ দুটো ম্যাচ জিতেছে। ১৯৯২, ১৯৯৯ এবং ২০১১ বিশ্বকাপে দু’দলের দেখায় প্রোটিয়ারা শেষ হাসি হেসেছিল। এরপর ভারত জিতেছে ২০১৫ এবং ২০১৯ আসরে হওয়া দুটি ম্যাচে।

এছাড়া দুই হেভিওয়েট দল দুটির সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে ভারত জিতেছে ২ বার এবং বাকি তিন ম্যাচের দখল দক্ষিণ আফ্রিকার হাতে। ভারত ঘরের মাঠে সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে প্রোটিয়াদের সঙ্গে। যেখানে রোহিত শর্মারা ২-১ ব্যবধানে জিতেছিল। ভারতের বাইরে হওয়া দুই দলের সর্বশেষ দুই ওয়ানডেতেই জিতেছে টেম্বা বাভুমার দল।

ওয়াইএ

Wordbridge School
Link copied!