ঢাকা : দুঃসময়ের বৃত্তে ঘুরতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে স্বস্তির শ্বাস নিতে পারল। শেষ দিকের গোলে ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল এরিক টেন হাগের দল।
ফুলহ্যামের মাঠে শনিবার (৪ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস, কদিন ধরেই যিনি ছিলেন সমালোচকদের তোপের মুখে।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর একই ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে পড়ে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ে ফিরল তারা।
মার্কাশ র্যাশফোর্ডের অনুপস্থিতিতে প্রথমার্ধে ইউনাইটেডের আক্রমণ ছিল না ধার। ম্যানচেস্টার ডার্বিতে হারের পর জন্মদিনের পার্টি করতে নাইটক্লাবে যাওয়া এই ফরোয়ার্ডকে বাইরে রেখে ফুলহ্যাম ম্যাচের পরিকল্পনা সাজান এরিক টেন হাগ।
অবশ্য কোচের পরিকল্পনা ঠিকঠাক এগোনোর ইঙ্গিত মিলেছিল শুরু থেকে ইউনাইটেডের মরিয়া চেষ্টায়। সপ্তম মিনিটে ফ্রি কিকের পর আলেহান্দ্রো গারনাচোর গোলমুখে বাড়ানো পাস টোকায় জালে জড়ান স্কট ম্যাকটমিনে। কিন্তু ভিএআরে বেশ কয়েকবার দেখার পর রেফারি জানান, অফসাইডে ছিলেন হ্যারি ম্যাগুইয়ার।
২৩তম মিনিটে দ্রুত নেওয়া ফ্রি কিকে বল পেয়ে যান উইলিয়ান। ফুলহ্যামের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অনেকটা দৌড়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট রাখতে পারেননি লক্ষে। ১০ মিনিটে পর ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেসের শট আটকান গোলরক্ষক।
শুরুর ওই প্রচেষ্টা ছাড়া বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও বিরতির আগে কোনো শট পোস্টে রাখতে পারেনি লিগে গত সপ্তাহে সিটির বিপক্ষে হারা ইউনাইটেড। এই সময়ে ফুলহ্যামের আটটি আক্রমণের একটি শটও ছিল না পোস্টে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়োগো দালোতের পাস ধরে গারনাচোর নেওয়া শট ঠেকান ফুলহ্যাম গোলরক্ষক। ৫৭তম মিনিটে উইলিয়ানের দূরপাল্লার শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে। একটু পর জোয়াও পাউলিনিয়ো ও হ্যারি উইলসনের শট ফিরিয়ে ইউনাইটেডের ত্রাতা গোলরক্ষক আন্দ্রে ওনানা।
৮৩তম মিনিটে ফের্নান্দেসের বুলেট গতির ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান ফুলহ্যাম গোলরক্ষক। যোগ করা সময় একটু চাপে পড়ে বক্সেই ভুল পাস দিতে থাকে ফুলহ্যামের খেলোয়াড়রা। এমন একটি ভুল পাস থেকেই বল পেয়ে যান ফের্নান্দেস; জোরাল নিচু শটে ম্যাচের ভাগ্য গড়ে দেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড।
এমটিআই