• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাদেশ ম্যাচের আগে শ্রীলংকার পুরো ক্রিকেট বোর্ড বরখাস্ত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০২৩, ১২:৫০ পিএম
বাংলাদেশ ম্যাচের আগে শ্রীলংকার পুরো ক্রিকেট বোর্ড বরখাস্ত

ঢাকা: বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পুরো জাতীয় ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করলেন শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। ভারতের বিপক্ষে বাজে হারের পর ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এই সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দ্বীপ রাষ্ট্রটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে দুর্নীতির অভিযোগে কয়েক মাস ধরে সংস্থাটিতে বিবাদ চলছে।

দেশটির ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রানাতুঙ্গেকে বোর্ডের নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে এক বিবৃতিতে রানাসিংহের মন্ত্রণালয় জানায়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে শ্রীলংকা ক্রিকেটের নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন।

সাত সদস্যের কমিটির নতুন প্যানেলে থাকছেন সুপ্রিম কোর্টের অবসপ্রাপ্ত জজ এবং সাবেক বোর্ড প্রেসিডেন্টরা। এই সিদ্ধান্ত এল, যখন বিশ্বকাপ ব্যর্থতার দায়ে বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা পদত্যাগ করলেন।

এমএস

Wordbridge School
Link copied!