• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ইঙ্গিতবাহী পোস্ট সানিয়ার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০২৩, ০৩:৫৮ পিএম
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ইঙ্গিতবাহী পোস্ট সানিয়ার

ঢাকা : ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সম্পর্ক ভালো যাচ্ছে বলে গুঞ্জন দীর্ঘদিনের। দুজন অনেক দিন এক ছাদের নিচে থাকছেন বলেও শোনা যাচ্ছে। পাকিস্তানি অভিনেত্রী আয়শা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতা নাকি এই দুজনের সম্পর্কে টানাপোড়েনের কারণ বলে মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে।

সম্প্রতি ছেলে ইজহান মির্জার জন্মদিন নিয়ে আলাদা দুটি পোস্ট করেন সানিয়া ও শোয়েব। সানিয়ার পোস্টটি ছিল ইঙ্গিতবাহী।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে সানিয়া কেবল ইনস্টাগ্রামে একাধিক স্টোরি ও ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে তিনি লেখেন— 'আমাদের জীবনের সব থেকে উজ্জ্বল নক্ষত্রকে জানাই শুভ জন্মদিন। আমার চারপাশে যত ঘন কালো অন্ধকার থাক না কেন, তোমার হাসি সবটা উজ্জ্বল করে তোলে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তোমায় দেওয়ার জন্য। এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

এদিন সানিয়া একা নন, শোয়েবও ছেলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন— 'শুভ জন্মদিন সোনা, বাবা অনেক ভালোবাসে তোমায়।'

৩০ অক্টোবর দুজন এই পোস্ট দুটো করেন। ইজহান অর্থাৎ সানিয়া শোয়েবের ছেলের জন্মদিনের পার্টির একাধিক ছবির পর তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এ পোস্ট শেয়ার করেছেন।

এদিন সানিয়া যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে তার ছেলের জন্মদিনের কেক কাটার মুহূর্ত থেকে তাদের পারিবারিক অনুষ্ঠানের একাধিক মুহূর্ত ধরা পড়েছে। ছবিতে সানিয়া মির্জার বোন, তার মেয়েসহ টেনিস তারকা এবং তার ছেলেকে দেখা যাচ্ছে।

২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। ২০১৮ সালে তাদের ছেলে ইজহানের জন্ম হয়। দুবাইতে তারা ছেলের ছোট করে একটি জন্মদিনের আয়োজন করেন। তবে গত বছরের নভেম্বর থেকে কানাঘুষায় শোনা যাচ্ছে— শোয়েব ও সানিয়া নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে এগুলো স্বীকার করছেন না দুজনের কেউ-ই।

এমটিআই

Wordbridge School
Link copied!