ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়েছেন এঞ্জেলো ম্যাথিউজ। তবে এই আউট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ম্যাচ শেষে সাকিব ম্যাথিউজের আউট নিয়ে বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বললো, যদি আমি এখন আপিল করি তাহলে সে আউট হয়ে যাবে। তারপরেই আমি আম্পায়ারকে আপিলের কথা জানাই। আম্পায়ার আমার কাছে জানতে চেয়েছিলেন, সত্যিকার অর্থেই আমি আউট চাচ্ছি নাকি সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চাচ্ছি।’
সাকিব আরও বলেন, ‘এটা যদি আইনে লেখা থাকে তাহলে আমি জানি না এটা সঠিক নাকি ভুল। আমরা একটা যুদ্ধে আছি, এখানে দলের ভালোটাই আমাকে আগে দেখতে হবে। সঠিক নাকি ভুল এটা নিয়ে বিতর্ক হতে পারে। যদি আইনে এটা বলা থাকে তাহলে ত আপিল করতে দোষ নেই।’
এআর